বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব খুন-হত্যার বিচার প্রয়োজন এবং বিএনপি ক্ষমতায় এলে তা অবশ্যই নিশ্চিত করা হবে।
শনিবার রাজধানীর শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
গয়েশ্বর আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশে সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু বিশেষভাবে বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। তাকে গৃহহীন করা হয়েছে এবং ধীরে ধীরে ন্যায্য স্থান থেকে সরানোর জন্য সব ধরনের কৌশল প্রয়োগ করা হয়েছে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়; রাজনৈতিক দলগুলোরও সুষ্ঠু নির্বাচনের জন্য সদিচ্ছা থাকা দরকার। নতুন নতুন চ্যালেঞ্জ, সংস্কার ও বিচার নিয়ে বিভিন্ন প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান রয়েছে।’
হাআমা/