15
মানিকগঞ্জের সাটুরিয়ায় অভিযান পরিচালনা করে বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুনার রশিদ হারুনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
গতকাল শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশের একটি টিম।
হারুনার রশিদ হারুন বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি বরাইদের আগসাভার এলাকার মৃত জয়নাল হোসেনের পুত্র।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এআইএল/