ঢাকার সন্ত্রাসী কিলার বাবু গণপিটুনিতে নিহত

by amirulislamluqman20@gmail.com

গণপিটুনিতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৌফিকুল ইসলাম (২৬) ওরফে ‘কিলার বাবু’ ওরফে ‘টেরা বাবু’ নামে এক সন্ত্রাসী।

শনিবার (১৬ আগস্ট) রাত ২টার দিকে রাজধানীর লালবাগের লোহারব্রিজ এলাকায় গণপিটুনির শিকার হন কিলার বাবু। এরপর চিকিৎসারত অবস্থায় ভোর রাতে মৃত্যু হয় তাই।

বিজ্ঞাপন
banner

রোববার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান।

তিনি বলেন, আমরা আজিমপুর সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেল থেকে তার লাশ পেয়েছি। সেনাবাহিনীর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত ২টার পর তাদের কাছে তথ্য আসে লোহারপুল এলাকায় একটি গণপিটুনির ঘটনা আছে। খবর পেয়ে তারা সেখানে গিয়ে বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে ক্যাম্পে নেওয়া হয়। ক্যাম্পের নেওয়ার পরে ভোর রাতের দিকে সে আবার অসুস্থ বোধ করে। তখন আবার তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে নেওয়ার পর সকাল আনুমানিক ৮টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহত ব্যক্তি এলাকায় ‘কিলার বাবু’ ওরফে ‘টেরা বাবু’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে লালবাগ থানায় মাদক সংশ্লিষ্ট অভিযোগসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222