মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

by amirulislamluqman20@gmail.com

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান (৩৭) নিহত হয়েছে। ইমামের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি মারা যান।

সোমবার (১৮ আগস্ট) সকালে শিবচর উপজেলা দক্ষিণ বাশঁকান্দি ইউনিয়নে বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুর রহমান শিবচর উপজেলা দক্ষিণ বাশঁকান্দি ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদে ইমামতি করতেন বলে জানা যায়।

বিজ্ঞাপন
banner

এলাকাবাসী ও নিহতর পরিবার সূত্রে জানা যায়, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদের উদ্দেশে রওনা হয়। পথে বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে পঞ্চগ্রামের মসজিদে যাওয়ার পথে আব্দুল জব্বার শিকদার বাড়ির সামনে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে এলাকাবাসী তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। খোঁজ নিচ্ছি। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222