কুয়েতে বিষাক্ত মদ্যপানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ ৬৭ জন গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

কুয়েতে বিষাক্ত মদ্যপানে ২৩ জনের মৃত্যুর ঘটনায় ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা স্থানীয়ভাবে মদ উৎপাদন ও বিতরণে জড়িত ছিলেন বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপরাধী এই চক্রের প্রধান একজন বাংলাদেশি নাগরিক। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার (১৬ আগস্ট) রাতে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১০টি মদ তৈরির কারখানা জব্দ করেছে।

বিজ্ঞাপন
banner

মুসলিম দেশ কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি বা অভ্যন্তরীণ উৎপাদন নিষিদ্ধ। তবে কিছু গোপন স্থানে অবৈধভাবে মদ তৈরি করা হয়। এসব কারখানায় তদারকি বা সুরক্ষা মানদণ্ড মেনে চলা হয় না; যা ভোক্তাদের বিষক্রিয়ার ঝুঁকির মুখে ফেলে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দূষিত পানীয়ের সাথে মিথানলের বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়েন ১৬০ জন। এরমধ্যে ২৩ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই এশীয় নাগরিক।

মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থদের মধ্যে কমপক্ষে ৫১ জনের জরুরি কিডনি ডায়ালাইসিস প্রয়োজন এবং ৩১ জনকে ভেন্টিলেশনে রাখা দরকার।

কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে কুয়েতে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারণ নির্দিষ্ট করে বলা হয়নি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222