শুরু হচ্ছে এসএআরসির বিশেষ ইসলামী অর্থনীতি কোর্স

by amirulislamluqman20@gmail.com

দেশ-বিদেশের আধুনিক অর্থনীতির নানাবিধ সংকটের কার্যকর সমাধান জানতে এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের জন্য Shariah Advisory & Research Council (SARC) আয়োজন করেছে বিশেষ ‘ইসলামী অর্থনীতি কোর্স’।

কোর্সটি শুরু হবে আগামী ২২ আগস্ট ২০২৫, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত কোর্স চলবে। দুই মাসব্যাপী (৮ সপ্তাহ) চলমান এই কোর্সে অংশগ্রহণ করা যাবে অনলাইনে অথবা সরাসরি এসএআরসির অফিসে গিয়ে।

বিজ্ঞাপন
banner

কোর্সটি পরিচালনা করবেন রাজধানী ঢাকার সুপ্রসিদ্ধ উচ্চতর ইসলামী শিক্ষাকেন্দ্র জামিয়া ইসলামিয়া দারুল উলুম (আকবর কমপ্লেক্স) এর সিনিয়র মুফতি ও মুহাদ্দিস, অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান এসএআরসি-র চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ মুফতি মাসুম বিল্লাহ।

কোর্সে থাকছে ইসলামী অর্থনীতি সংক্রান্ত একাডেমিক ও বাস্তবমুখী প্রশিক্ষণ, শরিয়াভিত্তিক বিশ্লেষণ ও আধুনিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতির প্রয়োগ সম্পর্কে জানার সুযোগ।

ইসলামী অর্থনীতির বিশিষ্ট মুফতি, খ্যাতনামা স্কলার, ব্যাংক-বীমা সেক্টরের প্রাজ্ঞ ও অভিজ্ঞ গবেষকগণ কোর্সে ক্লাস নিবেন। কোর্স ফি ৮০০ টাকা, তবে আগস্টের ২০ তারিখের আগে ভর্তি হলে বিশেষ ছাড় এবং মাদরাসা শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড় রয়েছে।

কোর্সে রেজিস্ট্রেশনের জন্য কল করুন- ০১৭৪৯২৭৭১৫১, ০১৯২৬৩২৫৪৪৩

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222