সৌদি আরবের নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্কলারশিপ পেলেন মাওলানা তারেকুল ইসলাম

by amirulislamluqman20@gmail.com

সৌদি আরবের সরকারি বিশ্ববিদ্যালয় ‘জামিয়াতুল হুদুদ আশ-শিমালিয়া’ (নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি) তে ইসলামিক স্টাডিজ বিষয়ে ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছেন কুমিল্লার দাউদকান্দির মেধাবী সন্তান মাওলানা তারেকুল ইসলাম।

সোমবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

মাওলানা তারেকুল ইসলাম জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ‘জামিয়াতুল হুদুদ আশ-শিমালিয়ার’ পক্ষ থেকে তার কাছে কনফার্মেশন লেটার আসে। সেখানেই তিনি এই সুখবরটি পান।

মাওলানা তারেকুল ইসলামের বাবার নাম আব্দুস সালাম। মাওলানা তারেকুল ইসলাম পবিত্র কুরআনের হিফজ শেষ করেছেন চান্দিনার দারুল উলুম সিংআড্ডা মাদরাসা থেকে এবং দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন রাজধানীর উত্তরার জামিয়া আরাবিয়া বাইতুস সালাম মাদরাসা থেকে।

পাশাপাশি আলিম পাস করেছেন জায়গীর কামিল মাদরাসা থেকে। এরপর ঢাবি থেকে ডিপ্লোমা ইন আরবি ল্যাংগুয়েজ সম্পন্ন করেন। মাওলানা তারেকুল ইসলাম সৌদির বিশ্ববিদ্যালয় সূত্রে জানান, চলতি বছর ইসলামিক স্টাডিজ বিভাগে বিশ্বব্যাপী প্রায় ১১ হাজার ৫০০ শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করে। এর মধ্যে বাংলাদেশ থেকে মাত্র তিনজনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়, তিনি তারমধ্যে একজন। স্কলারশিপের আবেদন সম্পন্ন হয় সৌদি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে।

প্রসঙ্গত, প্রতি বছরই সৌদি সরকার বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222