27
বরিশাল সরকারি বিএম কলেজে নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর এ টি এম রাশেদুল ইসলাম। এই নিয়োগের পর কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নবনিযুক্ত উপাধ্যক্ষ প্রফেসর রাশেদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় সর্বদা কাজ করে যাব। শিক্ষার্থীদের স্বার্থ ও কল্যাণে আমি সবসময় তাদের পাশে থাকব।”
কলেজের কর্মকর্তা ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে কলেজের প্রশাসন আরও দক্ষ, ন্যায্য ও শিক্ষার্থীবান্ধব হবে।
এনআর/