প্রকাশ্যে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

by naymurbd1999@gmail.com

ইরানে চারজনকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট ) দক্ষিণ ইরানে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

দেশটির বিচার বিভাগের নিউজ পোর্টাল মিজান জানিয়েছে, ‘ফারস প্রদেশের বেইরামে এক পরিবারের চার সদস্যের নৃশংস হত্যার একজন অপরাধীকে মঙ্গলবার জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন
banner

ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার গোষ্ঠীগুলির মতে, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পরেই রয়েছে ইরান। ইরান সাধারণত ভোরবেলা ফাঁসি দিয়ে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করে।

মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় এক মা এবং তার তিন সন্তানকে হত্যা করেছিল।

ইরানের গণমাধ্যম অনুসারে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রায় নিশ্চিত করেছে।

মিজান জানিয়েছে, ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হবে। কবে মৃত্যুদণ্ড দেওয়া হবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222