দুই বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

by amirulislamluqman20@gmail.com

ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দণ্ডবিধির ৫০৬, ৫০৫, ১০৭ ধারা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী এটি গুরুতর অপরাধ হলেও এখনো হুমকিদাতাকে গ্রেপ্তার করা হয়নি কিংবা ভুক্তভোগী শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র জোট ও গণসংহতি আন্দোলনের কিছু নেতা প্রকাশ্যে হুমকিদাতার সাফাই গেয়েছেন। এমনকি ১৬২ জন কথিত নাগরিক এক বিবৃতিতে ভুক্তভোগী শিক্ষকদের ক্ষমা চাইতে বলেছেন, যা সংগঠনটির ভাষায় কাঠামোগত ইসলামবিদ্বেষ ও এলজিবিটি এজেন্ডা নরমালাইজেশনের অংশ।

বিজ্ঞাপন
banner

‘ইন্তিফাদা বাংলাদেশ’ জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার (১৯ আগস্ট) দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎস-কে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আইইউবি-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি এলজিবিটি অ্যাক্টিভিস্ট সাফওয়ান চৌধুরী রেবিল সামাজিক মাধ্যমে লিখেছেন— ‘Kill public figures, who are against your rights’।

একই সঙ্গে তিনি দুই শিক্ষকের মাথা দ্বিখণ্ডিত করে ফুটবল খেলার একটি ভিজ্যুয়াল প্রকাশ করেন। বক্তাদের মতে, এটি সরাসরি হত্যার উসকানি, নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করা এবং ভয়ংকর ভিজ্যুয়ালের মাধ্যমে ভীতি সৃষ্টির প্রচেষ্টা।

ইন্তিফাদা বাংলাদেশের দাবিগুলো হলো— অবিলম্বে হুমকিদাতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। হুমকিদাতার পক্ষ নেওয়া সংগঠন ও ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ভুক্তভোগী শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এলজিবিটি নরমালাইজেশনের যেকোনো প্রচেষ্টা বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড. মোহাম্মদ সারোয়ার। বক্তব্য রাখেন লেখক ও গবেষক আসিফ আদনান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ রফিক।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222