বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুহান বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হোসাইন আল সুহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে, একই সময়ে স্বাস্থ্য আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনিসহ ৮০ জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। হাসপাতালের এক কর্মচারীর করা এই মামলায় তাদের বিরুদ্ধে জনতার ওপর হামলা, মারধর এবং হুমকির অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীরা নগর ভবনের সামনের সড়ক অবরোধ করে এবং কোতোয়ালি মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে, হামলার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা মানববন্ধন করে তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন।
এআইএল/