আফগানদের জোরপূর্বক দেশত্যাগ কাবুল-ইসলামাবাদ সম্পর্কের জন্য ক্ষতিকর: মাওলানা ফজলুর রহমান

by hsnalmahmud@gmail.com

পাকিস্তানের জামিয়াত উলেমা-ই-ইসলাম (JUI-F) প্রধান মাওলানা ফজলুর রহমান ইসলামাবাদে অন্যান্য দলগুলোর সঙ্গে এক যৌথ প্রেস কনফারেন্সে বলেছেন, আফগান শরণার্থীদের জোরপূর্বক দেশত্যাগ কাবুল-ইসলামাবাদ সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, পাকিস্তান সরকারকে আফগান শরণার্থীদের শ্রেণীবদ্ধ করতে হবে এবং আফগান উদ্যোক্তা ও ছাত্রদের দেশে ফেরত পাঠানো থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন
banner

মাওলানা ফজলুর রহমান আরও বলেন, ‘আফগান শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা উঠেছে। এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটি আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ককে প্রভাবিত করেছে। তালেবান সরকারের আগেও, আশরাফ ঘানি এবং হামিদ কারজাইয়ের শাসনামলে এই বিষয়টি আলোচিত হয়েছিল। সেই সময়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যেখানে আমাদের আফগান শরণার্থীদের শ্রেণীবদ্ধ করার জন্য বলা হয়েছিল। কিছু আফগান পাকিস্তানে বিনিয়োগ করেছিলেন এবং ব্যাংকে টাকা রেখেছিলেন; যদি তারা তাদের টাকা তুলে নিত, তবে ব্যাংকগুলো ভেঙে পড়ত। তাই আমাদের নিজেদের দেশের স্বার্থও ভাবতে হয়েছিল।’

কিছু প্রত্যাবর্তিত শরণার্থী পাকিস্তানি কর্তৃপক্ষের আচরণ নিয়ে অভিযোগ করেছেন এবং ইসলামিক এমিরেটকে তাদের পরিস্থিতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

একজন প্রত্যাবর্তিত শরণার্থী জাইনুল্লাহ বলেন: “পাকিস্তান ছাড়ার প্রধান কারণ ছিল সরকারের হয়রানি। অনেক সমস্যা ছিল। শহরে যাওয়া পর্যন্ত কঠিন ছিল। শরণার্থীদের সব সমস্যার জন্য দোষী করা হত। এজন্যই আমরা চলে এসে আফগানিস্তানে এসেছি।”

আরেক প্রত্যাবর্তিত শরণার্থী সফিউল্লাহ বলেন: “আমরা ইসলামিক এমিরেট থেকে নতুনভাবে ফিরে আসা শরণার্থীদের জন্য শিক্ষার সুযোগ দেওয়ার আহ্বান জানাই।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, শরণার্থী ইস্যুটি এই অঞ্চলে রাজনৈতিক চাপের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং ইসলামিক এমিরেটকে আরও ক্ষতি এড়াতে এই বিষয়ে সিরিয়াস আলোচনা করে সমাধান খুঁজে বের করতে হবে।

রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আসলাম দানিশমাল বলেন: “শরণার্থী ইস্যু ইরান এবং পাকিস্তান দ্বারা চাপ সৃষ্টি করার জন্য ব্যবহৃত হচ্ছে। এটা স্পষ্ট যে, অভিবাসন দারিদ্র্য এবং অভাবের কারণে ঘটে। প্রথমে, দেশের ভিতরে ওই কারণগুলো দূর করতে হবে, তারপর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করতে হবে।”

এটি এমন সময় ঘটছে, যখন পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে, PoR (প্রুফ অব রেজিস্ট্রেশন) কার্ডধারীদের আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দেশ ছাড়তে হবে। এই সিদ্ধান্ত হাজার হাজার আফগান পরিবারকে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড় করিয়েছে, যার ফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সূত্র: টোলো নিউজ

অনুবাদ: হাসান আল মাহমুদ

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222