নিজেদের তৈরি সোশ্যাল মিডিয়া উদ্বোধন করে যা বললেন এরদোয়ান

by amirulislamluqman20@gmail.com

প্রযুক্তি জগতে আরো এক ধাপ এগিয়ে গেল তুরস্ক। এবার দেশটি উন্মোচন করল নিজেদের সোশ্যাল মিডিয়া। সম্প্রতি চালু হওয়া নিজেদের নতুন সামাজিক যোগাযোগমাধ্যমের নাম নেক্সট সোশ্যাল (Next Sosyal)। প্ল্যাটফর্মটির উদ্বোধন উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিজেই প্রথম পোস্ট করেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়, এরদোয়ান প্রথম পোস্টে কবি এরদেম বায়েজিতের ‘সুইন দ্য ডে উইল রাইজ’ কবিতা উদ্ধৃত দিয়ে লিখেন: ‘কংক্রিটের দেয়ালের মধ্যে একটি ফুল ফুটে উঠলো’। সঙ্গে তিনি প্রশ্ন করেন— ‘Are you ready?’ এবং ব্যবহার করেন ‘We’re starting’ হ্যাশট্যাগ ও জাতীয় পতাকা, পৃথিবী ও রকেট ইমোজি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এতে যোগ দিয়েছেন। তিনি প্ল্যাটফর্মে নিজের প্রথম পোস্টে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উদ্বোধনী বার্তা শেয়ার করেন।

উন্মোচনের পর অল্প সময়েই ‘নেক্সট সোসিয়াল’ ব্যাপক সাড়া ফেলে। ইতোমধ্যে এটি এক মিলিয়নের বেশি ব্যবহারকারী অর্জন করেছে এবং অ্যাপ স্টোরের সোশ্যাল নেটওয়ার্ক বিভাগে শীর্ষে উঠে এসেছে।

প্ল্যাটফর্মটিতে টেক্সট, ছবি, ভিডিও ও পোল শেয়ার করার সুবিধা রয়েছে। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে বিজ্ঞাপনবিহীন অ্যালগরিদম, বহু-ভাষা সমর্থন এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা T3 AI।

এই প্রকল্প বাস্তবায়ন করেছে তুর্কি টেকনোলজি টিম এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বায়রাক্তার। সমর্থকদের মতে, এটি তুরস্কের প্রযুক্তিগত স্বনির্ভরতার বড় পদক্ষেপ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222