শিক্ষককে ছুরি মেরে বহিষ্কারের প্রতিশোধ নিল ছাত্রী

by amirulislamluqman20@gmail.com

রাজশাহীতে শিক্ষককে ছুরিকাঘাত করে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার ‘প্রতিশোধ’ নিয়েছে এক ছাত্রী।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

আহত শিক্ষকের নাম মারুফ কারখী (৩৪)। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। মারুফ কারখীর ঘাড়ে ও হাতে জখম হয়েছে।

যে ছাত্রী ছুরি মেরেছে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই শিক্ষার্থীর বয়স আনুমানিক ১৬ বছর। সে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।

‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ ২০২৩ সালে তাকে সেনাবাহিনী পরিচালিত এই স্কুল থেকে টিসি দেওয়া হয়। এখন সে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত রাজশাহীর শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে।

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, টিসি দেওয়ার কারণে ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল। শিক্ষক মারুফ কারখী বলে কোনো কথা নয়, এ স্কুলের শিক্ষক-কর্মকর্তাদের ওপরেই তার ক্ষোভ ছিল। যে কারও ওপর হামলা করার পরিকল্পনা ছিল তার। দুর্ভাগ্যক্রমে শিক্ষক মারুফ কারখী যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ঘটনার খবর পেয়েই তিনি পুলিশ পাঠিয়েছিলেন। তখন মেয়েটিকে স্কুলের ভেতরে রাখা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ ভেতরে পুলিশ ঢোকার অনুমতি দেয়নি। তারা নিজেরাই সমাধান করে নেবেন বলে পুলিশকে জানিয়েছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগও করেনি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222