বিএনপিকে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই এগোতে হবে: মামুনুল হক

by naymurbd1999@gmail.com

আগামী নির্বাচনে টিকে থাকতে বিএনপিকে ইসলামপন্থীদের আনুকূল্য নিয়েই চলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

সাম্প্রতিক এক আলোচনায় তিনি বলেন, “দেশের জনগণ ইসলামপন্থী শক্তির প্রতি আস্থাশীল। তাই বিএনপিকে জোটের রাজনীতিতে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের সঙ্গে সম্পর্ক ও মতপার্থক্য থাকা সত্ত্বেও ইসলামি শক্তিকে অবহেলা করার সুযোগ নেই।

বিজ্ঞাপন
banner

মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের পতন থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা ছাড়া টেকসই রাজনীতি সম্ভব নয়।

এ সময় তিনি শাপলা চত্বরের ঘটনা, সোনারগাঁয়ে সংঘটিত বিতর্কিত পরিস্থিতি ও তার ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘জাতীয় রাজনীতিতে ইসলামি শক্তির ভূমিকা আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে।’ তার দাবি, ইসলামি আন্দোলনকে দমন করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি, এবারও পারবে না।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222