হাসিনার ফাঁসির মঞ্চের প্রস্তুতি চলছে: জামায়াত সেক্রেটারি

by Kausar Labib

সব ধরণের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। আসলে যেখানের মাল সেখানেই তো থাকবেন। অল্পদিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাড় করানো হবে। এখন মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার বিকেলে মাদারীপুর জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন
banner

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন। ১২ থেকে ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তারা ১৫ জানুয়ানির মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ দিবেন। সেখান থেকে গুরত্ব বিবেচনায় সংস্কার করা হবে। তবে অনেকেই বলছে, সংস্কার দরকার নেই, সেটা সঠিক না। কারণ সংস্কার না হলে সেই হাসিনা মার্কা নির্বাচন আবারও হবে। তাহলে এতো রক্ত বিফলে যাবে। তাই নির্বাচন, পুলিশ বাহিনী, সংবিধান, জুডিশিয়ারি এসব সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দিন। তাহলে আপনাদের উপর আস্থা আরো বাড়বে।

এ সময় জামায়াতের সেক্রেটারি বিগত দিনে শেখ হাসিনার আমলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের খুন, গুম, হত্যার বিচার দাবি করে বলেন, জামায়াতের অনেক নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে হাসিনা। এখন তার জন্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তিনি যে মানবতার বিরোধী জগন্য অপরাধ করেছে, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। কোন ষড়যন্ত্র রেহাই দিতে পারবে না।

জামায়াতের দিকে এগিয়ে আসার আহবান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সুদ-ঘুষ মুক্ত নতুন বাংলাদেশ হবে। যেখানের থাকবে না কোন হানাহানি, দোষাদোষি, মারামারি, এমন বাংলাদেশই দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাই নতুনদের কাধে ভর করে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেটাকে কোন ভাবেই নষ্ট করা যাবে না। এজন্যে আমাদের সমমনা দলগুলোকে একাত্রে থাকতে হবে। কোন ভুল বোঝা-বুঝি হলে সেটা জাতীর স্বার্থে এক থাকতে হবে।

মাদারীপুর লেকপাড়ের মুক্তমঞ্চে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচ এম হামিদুর রহমান আজাদ, ফরিদপুর অঞ্চলের টিম প্রধান মাওলানা আব্দুস সোবাহান খান, টিম সদস্য দেলোয়ার হুসাইন, অধ্যাপক আব্দুল তাওয়ার প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222