নেতৃত্বের জন্য ইসলামপন্থীদের প্রস্তুতি নিতে বললেন মুফতী ফয়জুল করীম

by Kausar Labib

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ছাত্রদের এবং আপামর জনতার যৌথ প্রচেষ্টায় ২৪’র গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন নামক শিরোনামে এ আন্দোলন হলেও এখনো সমাজে বৈষম্য বিদ্যমান। ৭১’র স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছে ইসলামপন্থীরা। আগামীতে এমনটা হওয়ার সুযোগ দেয়া হবে না। এজন্য তিনি ছাত্রজনতা সহ সর্বস্তরের তৃণমূল কে সবসময় অধিকার আদায়ের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

১৩ জানুয়ারি (সোমবার) দুপুর ২ টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন মুফতী ফয়জুল করীম।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, এদেশ হবে আগামীতে ইসলাম পন্থীদের দেশ। এরজন্য সকলকে যথেষ্ট পরিমাণ যোগ্য হওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর।

তিনি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে এখনো দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। ফ্যাসিস্ট সরকার হটানোর পরেও এখনো লুটপাট, চাদাবাজী চলমান। বিশেষ করে আন্দোলনে শহীদ হওয়া ভাইদের ফ্যামিলী ও আহত ভাইদের সাথে বৈষম্যতা করা হচ্ছে।

ইউসুফ আহমাদ মানসুদ আরো বলেন, নির্দিষ্ট দলের সদস্যরা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েও লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসা পায়। আর অনেক অসহায় ছাত্ররা বিনা চিকিৎসায় কাতরাচ্ছে।

অনেক শহীদ পরিবার এখনো যথেষ্ট সম্মান ও অনুদান পায়নি। এমন টা হলে এ আন্দোলন ব্যর্থ হিসেবে বিবেচিত হবে। তাই সকলকে ব্যক্তি ও দলীয় চিন্তা থেকে বেরিয়ে জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এবং তৃণমূল কে দলীয় আনুগত্যতা ও কাজের পরিধি বৃদ্ধির পরামর্শ দেন।

জেলা সভাপতি এম এম সালাউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত জেলা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর লোকমান হাকিম,ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, শেখ শামসুল আলম মিলন, এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী গাজী মুহাম্মাদ ওসমান গনী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন (রোকন) ডাকুয়া, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি মুফতি নাসির উদ্দিন নাইস,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ।

সম্মেলন শেষে ২০২৫ সেশনের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়-
সভাপতি: এম এম সালাউদ্দিন
সহ-সভাপতি:সাজিদুর রহমান
সাধারণ সম্পাদক: ফয়জুল করিম

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222