আড়াই ঘণ্টার চেষ্টায় হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

by Kausar Labib

ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের আড়াই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন
banner

এদিন দুপুর ২টা ১৪ মিনিটের দিকে চামড়াজাতীয় পণ্যের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে আগুন ষষ্ঠ ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় স্কাইলিফট। আর পানির ঘাটতি মেটাতে ওয়াসা থেকে পানির গাড়ি আনা হয়। তাদের সঙ্গে যোগ দেন বিজিবি ও সেনা সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শফিকুল ইসলাম জানান, ১১ ইউনিটের চেষ্টায় ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাদের সঙ্গে বিজিবি ও সেনা সদস্যরাও কাজ করেছেন।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনই কিছু নিশ্চিত করেননি তিনি।

এমএনএকে/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222