বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার বয়স এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা এবং হাসপাতালের মেডিকেল বোর্ড একত্রে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাব যে, তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কী হবে।”
ডা. জাহিদ হোসেন আরও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে একটি আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের সদস্যদের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তারা বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসারও প্রশংসা করেছেন।
এছাড়া, খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি এখানকার চিকিৎসকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যদি তারা মনে করেন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা প্রয়োজন, তবে সেটি বিবেচনা করা হবে।”
এমএনএকে/