বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে ‘ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম’ ২য় ব্যাচের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) শাহ আবদুল হান্নান সেমিনার হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমফিল ও পিএইচডি গবেষণারত প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম। তিনি তার উদ্বোধনী বক্তব্যে ইসলামী গবেষণা ও আইন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণ প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ তারেক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী এবং গবেষক মোহাম্মদ নাছের উদ্দিন প্রমুখ। তারা গবেষণার বিভিন্ন দিক, বর্তমান যুগে গবেষণার প্রাসঙ্গিকতা, এবং আইনগত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এমএনএকে/