নিকাব পরে টকশোতে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চ্যানেল আইয়ের সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেছেন।
তিনি জানান, শনিবার বিকেল ৩টায় টকশোতে আমাকে আমন্ত্রণ জানানো হলে, তিনি চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট ব্যক্তিকে জানান যে তিনি নিকাব পরিধান করে অংশগ্রহণ করবেন। কিন্তু পরে তাকে জানানো হয়, নিকাব পরে অংশ নেওয়া সম্ভব নয়। এরপর তার জায়গায় অন্য একজনকে আমন্ত্রণ জানানো হয়। নাফিসা আরও বলেন, তিনি মাস্ক পরে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেটিও গ্রহণ করা হয়নি।
এই ঘটনায় নাফিসা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিকাব পরিধানকারীদের প্রতি এমন আচরণ ফ্যাসিবাদী মনোভাবের প্রতিফলন এবং এটি ব্যক্তিগত স্বাধীনতার প্রতি আঘাত।’
এদিকে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নাফিসার প্রতি এই আচরণের প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যদি নাফিসা রাজপথে নিকাব পরে অংশ নিতে পারেন, তবে টেলিভিশন চ্যানেলে কেন নিকাব পরে অংশ নিতে পারবেন না?’ তিনি এই ঘটনার মাধ্যমে মিডিয়ায় বিদ্যমান ইসলামফোবিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন।
চ্যানেল আইয়ের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি, তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নাফিসা ইসলাম সাকাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক হিসেবে কাজ করছেন।
এমএনএকে/