জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুরু

by Kausar Labib

প্রয়াত রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুরু হয়েছে। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এ আলোচনা সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন
banner

এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বের সভায় আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মইন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীরা এ আলোচনা সভায় যোগ দিয়েছেন।

এমএনএকে/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222