৩৬নিউজ প্রতিবেদক>>
মার্কিন সেনারা আফগানিস্তানে আর ফিরে যাবে না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ।
তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র প্রশাসন আফগানিস্তানে সেনা পাঠাবে না। মার্কিন বাহিনী কান্দাহারে ফিরে গিয়ে আর যুদ্ধ করতে চায় না।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইকেল ওয়াল্টজের মতে আফগানিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংস্থা সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার উপর গভীরভাবে নজর রাখবে, যাতে আফগানিস্তান থেকে পুনরায় সন্ত্রাসী হুমকি না আসে।”

তালেবান যোদ্ধারা -ছবি: এনবিসি
এদিকে, ইসলারাতে ইসলামিয়া বারবার দাবি করেছে যে, আফগানিস্তান থেকে আমেরিকা ও ন্যাটো বাহিনীর প্রত্যাহারের পর দেশটি সম্পূর্ণ নিরাপদ হয়ে গেছে এবং আফগানিস্তান থেকে বিশ্বের জন্য কোনো হুমকি সৃষ্টি হচ্ছে না।

তালেবানের শীর্ষ নেতারা -ছবি: এশিয়ালিস্ট
ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, “আমি কান্দাহারে ফিরে গিয়ে যুদ্ধ করার কথা বলছি না, বরং আমি বলছি আমরা যুদ্ধের জন্য অপেক্ষা করতে পারি না, এমনকি আমাদের সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।”
সূত্র: আরিয়ানা নিউজ
এমএনএএস/