শিক্ষার্থীদের মামলা দ্রুত নিষ্পত্তির আশ্বাস প্রধান বিচারপতির

by Kausar Labib

চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান বিচারপতি সৈয়দ রাফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলাই বিপ্লবের আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। আন্দোলনকারীদের মামলার দ্রুত নিষ্পত্তি এবং জুলাই অভ্যুত্থানে বিরোধীতাকারী ও হামলাকারীদের বিচার নিশ্চিত করার দাবি নিয়ে আলোচনা করেন তারা।

গত রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সমন্বয়ক চৌধুরী সিয়াম ইলাহীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এই সাক্ষাৎকালে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী হোসেন মাসুম, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুলিলুর রহমান মুজাহিদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন এবং হাটহাজারী কলেজের শিক্ষার্থী আদনান।

বিজ্ঞাপন
banner

আন্দোলনের সমন্বয়ক চৌধুরী সিয়াম ইলাহী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জুলাই অভ্যুত্থানে মামলা হওয়া আন্দোলনকারীদের প্রতিনিয়ত আদালতে হাজিরা দিতে হচ্ছে, যা তাদের জন্য এক বিরাট ভোগান্তির বিষয়। আমরা প্রধান বিচারপতিকে বিষয়টি অবহিত করলে তিনি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। আমরা বিশেষভাবে জুলাই অভ্যুত্থানের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তা তুলে ধরি। বিচারপতি আশ্বাস দেন যে, মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, তিনি অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমাদের সহায়তা চেয়েছেন।

প্রধান বিচারপতির আশ্বাসে আন্দোলনকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু বিচারের স্বার্থে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। সাক্ষাৎকালে আন্দোলনকারীরা দাবি করেন, যারা জুলাই অভ্যুত্থানে হামলা চালিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে বিরোধীতাকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে আইনি জটিলতার মধ্যে রয়েছেন।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222