চরমোনাই মাদরাসা সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

by Kausar Labib

নিজস্ব প্রতিবেদক >>

বরিশালের চরমোনাই মাদরাসা সফর করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় চরমোনাই মাদরাসা পরিদর্শনকালে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি সেখানে দুপুরের খাবার ও জোহরের নামাজ আদায় করেন।

জামায়াত আমির চরমোনাইয়ের মসজিদ আল-কারিমে জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবারের অংশ নেন। এরপর বরিশাল মহানগরের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে তিনি জামাতের বরিশাল মহানগরীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এর আগে, জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে নয়া জোট বা মোর্চা গঠনের উদ্যোগের বিষয়ে ইসলামী আন্দোলন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইয়ের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা জামায়াতে ইসলামীর আরও অনেক আগে থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করছি।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর বরিশালের কর্মী সম্মেলন পাঁচ লাখ লোকের সমাগম হবে বলে কথা জানিয়েছেন নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এমএনএএকে/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222