সীমান্তে বিজিবির ভয়ে পালাল বিএসএফ

by Kausar Labib

আন্তর্জাতিক আইন না মেনে জয়পুরহাটের পাঁচবিবির উচনা ঘুনাপাঠা ২৮১ পিলিয়ার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর থেকে সীমান্তের শূন্যরেখার মাত্র ২০ গজ ভেতরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়।

বিজ্ঞাপন
banner

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য চেষ্টা করে বিএসএফ। তখন এলাকাবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। এরপর বিজিবির হস্তক্ষেপে কাজ বন্ধ রাখে বিএসএফ।

এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘বিএসএফ কাজ বন্ধ রেখেছে। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। পতাকা বৈঠকে সমস্যা সমাধান হবে বলে আশা করছি।’

এমএনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222