সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

by Kausar Labib

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) চার দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণ করতে সুইজারল্যান্ড পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি জুরিখ বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

এদিকে, ২০ জানুয়ারি দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেন ড. ইউনূস।

চলতি সফরে প্রধান উপদেষ্টা চারটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

এছাড়া, এবারই প্রথমবারের মতো বাংলাদেশ বিষয়ে একটি পৃথক ডায়লগের আয়োজন করা হয়েছে। সরকারের ধারণা, এই ডায়লগের মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে।

প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ব্যবসায়ীক পর্যায়ে আরো ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

এমএনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222