ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন সিরিয়ান নেতা জোলানি

by Kausar Labib

সিরিয়ার হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল-শারা ওরফে জোলানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্পের শপথ গ্রহণের দিন তিনি এক শুভেচ্ছা বার্তায় এই মন্তব্য করেন।

আহমেদ আল শারা শুভেচ্ছা বার্তায় বলেন, আমরা আত্মবিশ্বাসী যে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন। সিরিয়ায় চলমান পরিস্থিতি এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘আমরা তার নেতৃত্বে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি দেখতে চাই।’

বিজ্ঞাপন
banner

২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গণতন্ত্রপন্থি বিক্ষোভের ওপর দমন-পীড়ন চালানোর পর যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। গত বছরের ডিসেম্বরে আসাদের পতনের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন সিরিয়ায় মানবিক সহায়তার প্রবাহ সহজ করার উদ্দেশ্যে শাসক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের জন্য ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

এ বিষয়ে সিরিয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এদিকে, সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথ পাঠান। এর মাধ্যমে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাম্প।

এই পরিবর্তিত পরিস্থিতিতে সিরিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরালো হবে, এমন আশাবাদ ব্যক্ত করছেন সিরিয়ার নেতারা।

সূত্র: আরব নিউজ

এমএনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222