রাত পোহালেই যাত্রাবাড়ী বড় মাদরাসার খতমে বোখারি-দোয়া মাহফিল

by Kausar Labib

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার (যাত্রাবাড়ী বড় মাদরাসা) বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। চলবে রাত দশটা পর্যন্ত।

বিজ্ঞাপন
banner

এর আগে বেলা এগারোটা থেকে শুরু হবে পাগড়ি প্রদান। হিফজ, দাওরায়ে হাদিস ও তাখাসুস সমাপনকারী প্রায় পনেরো শতাধিক শিক্ষার্থী পাবেন বিশেষ সম্মাননা ‘পাগড়ি’।

যাত্রাবাড়ী বড় মাদরাসা -ফাইল ছবি

পাগড়ি প্রদান অনুষ্ঠানের পর মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে খতমে বোখারি, শেষ দরস প্রদান করবেন মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

৩৬নিউজকে বিষয়টি নিশ্চিত করেন মাদরাসার তাকমিন জামাতের নেগরান মাওলানা জমির উদ্দিন।

এছাড়া, এছাড়া, আগামীকালের দোয়া মাহফিল উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ সকলকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, আমরা আমাদের সকল অভিভাবক, শুভানুধ্যায়ী, অতিথি এবং শিক্ষার্থীদের এই মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠান আমাদের ছাত্রদের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং আমরা আশা করছি, আপনার উপস্থিতি আমাদের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা হবে।

এমএনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222