বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সংগঠনের অগ্রসর সদস্যদের অংশগ্রহণে নানা দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা সাভারের বলিয়ারপুরে অবস্থিত জমজম নূর সিটিতে এ মজলিসের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ মজলিসে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী এবং মুফতি নাজমুল ইসলাম শাকিল।
দিনের প্রথম পর্বে দরসে কোরআনের দরস প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রব্বানী। তার পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উপস্থিত সদস্যরা কোরআনের শিক্ষা সম্পর্কে গভীর ধারণা লাভ করেন। পরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ফয়সাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান সংগঠন এবং দলীয় কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা করেন।
প্রশিক্ষণ মজলিসের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ এবং মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী। তারা সংগঠনের কার্যক্রমে আরও কার্যকরী ভূমিকা পালন ও ইসলামি মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
এ সময় ঢাকা জেলা উত্তরের অন্যান্য দায়িত্বশীলগণও উপস্থিত ছিলেন।
এমএনএএস/