জুলাই বিপ্লবে টুপি-পাঞ্জাবি দেখলেই গুলি করা হতো: সারজিস আলম

by Kausar Labib

নুর আলম সিদ্দিকী>>

জুলাই বিপ্লবে টুপি-পাঞ্জাবি দেখলেই টার্গেট করে গুলি করা হতো বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে মাদরাসা শিক্ষার্থী, টুপি-পাঞ্জাবি ও দাড়িওয়ালাদের দেখলেই নির্মম নির্যাতন আর  টার্গেট করে গুলি করা হতো। এজন্য সময়ের প্রয়োজনে মাদরাসার অনেক ছাত্র টিশার্ট-ট্রাউজার পরে আন্দোলন চালিয়ে গিয়েছিল।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর বারিধারা মাদরাসার খতমে বোখারির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিগত ১৬ বছরে অনেক আন্দোলন হয়েছে। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি প্রায় ৩ লক্ষ মানুষের সমাগম করেছিল। কিন্তু ১৭-১৯ জুলাই তার চাইতে কম মানুষের আন্দোলন ঢাকায় বেশি প্রভাব ফেলেছিল। খুনি হাসিনার মসনদে কম্পন সৃষ্টি করেছিল।

তিনি রাজনৈতিক নেতাদের নিয়ে আক্ষেপ করে বলেন, বিগত ১৬ বছরে অনেক আন্দোলন হয়েছে কিন্তু সফল হয়নি। আগামী ১৬ বছরেও সফল হতো না। কারণ যাদের নেতৃত্বে আন্দোলন হতো তারা তলে তলে ফ্যাসিবাদের সাথে নেগোসিয়েশন করতো।

বাংলাদেশ যেখানে থাকার দরকার ছিল কিন্তু বিভিন্ন আগ্রাসনের কারণে সেখানে নেই উল্লেখ করে এই সমন্বয়ক বলেন, অভ্যত্থান পরবর্তী সময়ে আমাদের মধ্যে ছোট-খাটো বিবাদ তৈরি হয়েছে। এই বিভাজনগুলোকে এক পাশে রেখে আমাদের ধৈর্য ধারণ করা উচিৎ। অন্যায়কারী সমন্বয়ক বা রাজনৈতিক নেতা যেই হোক, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, জুলাই বিপ্লবে আপনারা যে ভুমিকা পালন করেছিলেন, আমরা আগামীতে সেই ভুমিকা আবারও দেখেতে চাই।

আশা করি, আপনারা রেগুলার পড়াশোনার পাশাপাশি দেশ-বিদেশের অর্থনীতি, রাজনীতি, ভূ-রাজনীতি, দর্শন, পলিটিক্যাল সায়েন্সসহ সামগ্রীক বিষয়গুলো চর্চার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেবেন।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222