‘ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির রাজনৈতিক দল ঘোষণা’

by Kausar Labib

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আশা করছি, ফেব্রুয়ারির মধ্যেই আমরা সেই রাজনৈতিক দলের দেখা পাব।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগকালে এসব কথা জানান তিনি।

বিজ্ঞাপন
banner

আখতার হোসেন বলেন, ইতোমধ্যে ২০০ থানায় কমিটি হয়েছে। জানুয়ারির মধ্যে চার শতাধিক থানা কমিটি হয়ে যাবে। এরপর ফেব্রুয়ারিতে আমরা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করব। অনেক নাম প্রস্তাবনা এসেছে। যাছাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনৈতিক চর্চা থেকে এই দলের আবির্ভাব হবে। এ দেশে দীর্ঘ সময় ধরে চলে আসা ইসলাম বিদ্বেষ যেমন আমরা টলারেট করবো না তেমনি হিন্দু, উগ্রবাদের যে জায়গাগুলো আছে সেগুলোও আমরা হতে দেব না

আখতার হোসেন বলেন, দিল্লির সাথে সম্পর্ক থাকায় অনেকেই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নিয়ে আসার পাঁয়তারা করছে। তবে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। যারাই তাদেরকে নির্বাচনে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাড়াবে।

এমএনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222