পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল

by Kausar Labib

গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। বেশ কিছু অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, তারা দেশ ছেড়ে পালিয়েছেন।

তবে এই খবর যে আসলেই ‘গুজব’ তা নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আমরা নিজ নিজ জায়গায় আছি, সাবাই ভালো আছি।

বিজ্ঞাপন
banner

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা।

আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222