বিশ্ব ইজতেমা শুরু আগামী শুক্রবার

by Kausar Labib

তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী শুক্রবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানা গেছে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমা টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র সচিব এবং শুরায়ী নিজামের মুরব্বিদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

এবারের বিশ্ব ইজতেমা দুইভাগে আয়োজিত হবে। শুরায়ী নিজামী তাবলীগ জামাত বাংলাদেশের অনুসারীরা দুইভাগে ইজতেমা অনুষ্ঠানের পর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

এদিকে গাজীপুর এবং আশেপাশে জেলার তাবলিগ জামায়াতের মুসল্লিদের পাশাপাশি ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিরাও স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ করে চলেছেন। এরই মধ্যে ময়দান জুড়ে চটের শামিয়ানা স্থাপনের এগিয়ে চলছে ,আগামী তিন চার দিনের মধ্যে চটের তৈরি শামিয়ানা স্থাপনের কাজ শেষ হবে বলে মুসল্লিরা জানান। অজু গোসলের জায়গা মেরামত, পানি ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, ময়দানের আভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে। এখন ময়দান জুড়ে খিত্তা বিভক্তি করণ, বিদ্যুৎ ও মাইক স্থাপনের করছেন মুসল্লিরা। অপরদিকে মুসল্লিদের যাতায়াতের জন্য তুরাগ নদীর উপর ভাসমান সেতু স্থাপনের কাজ করছেন সেনাবাহিনী। এছাড়া ময়দান জুড়ে নিরাপত্তা পরিষদের এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন করছেন র‌্যাব।

বিশ্ব ইজতেমার নিরাপত্তা বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানান, তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি মাথায় রেখে বিশ্ব ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হবে। পৃথকভাবে তাদের সাথে কথা হয়েছে। সকল ক্ষেত্রেই এবার বিশেষ নজরদারি থাকবে আইনরক্ষাকারী বাহিনীর।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222