নিজস্ব প্রতিবেদক>>
প্রখ্যাত আলেম ও মধুপুরের পীর সাহেব নামে পরিচিত মাওলানা আবদুল হামীদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি পূর্বে তুলনায় অনেকটাই সুস্থ বলে জানিয়েছে তার পরিবার।
বর্তমানে তিনি রাজধানীর আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
বিষয়টি ৩৬নিউজকে নিশ্চিত করেছেন পীর সাহেব মধুপুরীর ছেলে মাওলানা আহমাদুল্লাহ হামীদ।

মধুপুরের পীর সাহেবকে দেখেতে হাসপাতালে মাওলানা মামুনুল হক
তিনি জানান, ‘আব্বু এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ। যদিও ঠোঁটসহ তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। তবে, চিকিৎসকদের নিরলস পরিশ্রম এবং আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আব্বুর সুস্থতার জন্য আমি এবং আমার পরিবার দেশ-বিদেশের সকলের দোয়া কামনা করছি।’
এর আগে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদীর মাধবদী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাওলানা আবদুল হামীদ।
এনএ/