ইসরাইলকে ২০০০ পাউন্ডের বোমা দিচ্ছেন ট্রাম্প

by Kausar Labib

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে ২০০০ পাউন্ডের বোমা দেওয়ার নির্দেষ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে এ বোমার দেওয়ার বিষয়টি এতদিন আটকে রেখেছেলেন।

শনিবার (২৫ জানুয়ারি) ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমরা সেগুলোকে (বোমার চালান) ছেড়ে দিয়েছি। তারা (ইসরাইল) সেগুলো পেয়ে যাবে। তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে আর দীর্ঘদিন ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে আছে।

ট্রাম্পকে প্রশ্ন করা হয় শক্তিশালী এ বোমাগুলো সরবরাহের অনুমতি কেন দিলেন? এর জবাবে ট্রাম্প, কারণ তারা সেগুলো কিনেছে।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, অনেক জিনিসের কেনার জান ইসরাইল সেগুলোর মূল্য পরিশোধ করেছে, কিন্তু বাইডেন সেগুলো পাঠাননি, এখন সেগুলো তাদের পথে আছে!

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজ্জা যুদ্ধ চলাকালে বাইডেন এ সরবরাহ আটকে রেখেছিলেন। বাইডেন এসব বোমার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222