ইয়াহইয়া সিনওয়ারকে শহীদ করা ইসরাইলের দুই কমান্ডার নিহত

by Kausar Labib

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ারকে শহীদ করার পরিকল্পনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দুই সিনিয়র কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস। হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড সম্প্রতি দখলদার ইসরাইলের দুই সিনিয়র সামরিক কর্মকর্তা নিহতের একটি ভিডিও প্রকাশ করেছে।

নিহত ইসরাইলি সেনারা হলেন, কমান্ডার মেজর ডেভির সিয়ন রাভাহ এবং তার ডেপুটি এইতান ইসরাইল শিকনাজি।

বিজ্ঞাপন
banner

হামাস জানায়, এটি গত ৬ জানুয়ারির ঘটনার দৃশ্য। যেখানে গাজ্জার উত্তরের বেইত হানুন শহরে স্থাপিত একটি বোমা বিস্ফোরণে ইসরাইলি সেনা কমান্ডার মেজর ডেভির সিয়ন রাভাহ এবং তার ডেপুটি এইতান ইসরাইল শিকনাজি নিহত হন। এই হামলায় আরও কয়েকজন ইসরাইলি সৈন্য আহত হয়েছেন। এছাড়া বেইত হানুনের আল-জাইতুন এলাকায় আরও একটি অপারেশনে ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভিডিওটির ঘটনা মূলত গাজ্জায় চলমান যুদ্ধবিরতির আগে ঘটেছিল। গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির আগে দখলদার ইসরাইলের ১৫ মাসব্যাপী সামরিক অভিযানে ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

সূত্র: মেহের নিউজ ও আল জাজিরা

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222