স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা মাদরাসাগুলোর জাতীয়করণের দাবিতে সরকারেরকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তারা বলেছেন, এই সময়ের মধ্যে তাদের দাবি মেনে না নিলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালনকালে এই আল্টিমেটাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন।
তিনি অভিযোগ করেন, ‘অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার কেন করা হয়েছিল? ৫ আগস্টের পর এসব ব্যবহার বন্ধ হওয়া উচিত ছিল। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে বিষয়টি ব্যাখ্যা করবেন। না হলে শাহবাগ থানা ঘেরাও করা হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সচিবালয় ঘেরাও করা হবে।’
আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন জানিয়েছেন, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছে এবং তারা আশ্বাস দিয়েছেন যে আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
এনএ/