নির্বাচন আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি: দুদু

by Kausar Labib

নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটির সাথে বিএনপি এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল একমত। যদি একমত না হয় তাহলে যে সংকট তৈরি হচ্ছে সেটা মোকাবেল করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রংপুর মহানগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
banner

মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এ সময় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল হক, মহানগর সদস্যসচিব মাহফুজুন নবী ডনসহ বিভাগীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এ সময় শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান মনে করেন সংস্কার এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেটা সমানতালে এগোবে। একটির থেকে আরেকটি গুরুত্বহীন নয়। দু’টিই গুরুত্বপূর্ণ। আমাদের মহাসচিব বলেছেন, সম্ভব হলে এ বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে যে কোনো প্রক্রিয়াতেই হোক চেষ্টা করতে হবে।

দুদু বলেন, সিইসি বলেছেন যাতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব হয়, সেটা তিনি চেষ্টা করবেন। আমরা মনে করি সিইসি সাহেবের এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে তার যে প্রক্রিয়া তার সাথে বিএনপি ও বাংলাদেশের সব রাজনৈতিক দল আছে। এই প্রক্রিয়ার মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেব এবং সরকারও আছেন। তিনিও (ড. ইউনুস) বলেছেন নির্বাচন এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে। এটা যদি না হয়, তাহলে যে সংকট তৈরি হয়েছে। সেই সংকট থেকে দেশকে রক্ষা করা কঠিন হবে।

তিনি বলেন, দেশের সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া, একটি নতুন পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান হয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশকে গণতন্ত্রমুখি করতে হবে। বাংলাদেশকে স্বাধীনতামুখি করতে হবে। বাংলাদেশ গোষ্ঠিতন্ত্রের বাইরে নিয়ে জনগণের বাংলাদেশ করতে হবে। এই লক্ষ্যে আমরা সাংগঠনিক সভা করছি। এই সভার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার জন্য কর্মকৌশল প্রণয়ন করতে হবে।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222