ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিবের ওপর হামলার অভিযোগে নিউমার্কেট থানার ওসির পদত্যাগের দাবি জানানো হয়েছে। দাবি মানা না হলে থানা ঘেরাও করা হবে বলে জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মুঈনুল ইসলাম।
এসময় তিনি আরও জানান, ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এ দুই দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে শিক্ষার্থীরা ঢাকার সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দেবে না।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এনএ/