বৃদ্ধ বয়সে দাওরায়ে হাদিস শেষ করে মাওলানা উপাধি লাভ করলেন রাজধানীর বসুন্ধরা এলাকার বাসিন্দা ৬৫-৭০ বছর বয়সী আবুল মনসুর।
তিনি রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা থেকে চলতি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী।
তিনি জানান, তার বয়স বেশি, শিক্ষকদের থেকেও বেশি। তবুও অন্যান্য ছাত্রের মতোই ছিল তার চালচলন। সহজে ক্লাস মিস দিতেন না। আদব আখলাকের ব্যাপারে খুবই সচেতন থাকতে দেখেছি আবুল মনসুরকে। তার ভেতরে জানার আগ্রহটা ছিল প্রবল। ইলম আহরণের প্রতি তার ব্যাপক ঝোঁক ছিল।
মাওলানা আবুল মনসুরের শিক্ষক মুফতি জাকির হোসাইন কাসেমী বলেন, জীবনের শেষ প্রান্তে এসে একজন বৃদ্ধ মানুষের মাদরাসায় দাওরায়ে হাদিস সম্পন্ন করার ঘটনা খুবই কম। এধরণের ঘটনা আমাদের জ্ঞানার্জনের প্রতি অনুপ্রাণিত করে। তিনিও এটাই প্রমাণ করেছেন- জ্ঞানার্জনের কোনো বয়স নেই। এটি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এনএ/