বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া দরবেশ বাবারা দেশে বসে এখনো ষড়যন্ত্র করছে।’ তিনি আরও বলেন, ‘এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।’
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘হাসিনা দেশের পুলিশ থেকে শুরু করে প্রতিটি সেক্টরকে তাদের দাস বানিয়েছিল এবং সবাইকে টিস্যুর মতো ব্যবহার করেছে। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. নিজাম উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম, রাসেল আহমেদ, স্থানীয় নাগরিক কমিটির নেতা সালাহ উদ্দিন, রিফাত হোসেন, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শাকিল আহমেদ, সুরভী আক্তার, মিস রুমি, মো. মোস্তফা আহমেদ, আরাফ হোসেন প্রমুখ।
পরে বিকেল সাড়ে ৪টায় সারজিস আলম ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠে রিকশা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এনএ/