বিভিন্ন দাবিতে আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংকট সৃষ্টি হবে: নুর

by Kausar Labib

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নানা দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চলছে বিভিন্ন স্থানে। যদি তা নিয়ন্ত্রণ করতে না পারে, নতুন সংকট তৈরি করবে ভবিষ্যতে। একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট বাড়বে।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

অন্তর্বর্তী সরকার এখনও কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি মন্তব্য করে নুরুল হক নুর বলেন, পাঁচ মাসে এখন পর্যন্ত বর্তমান সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি। সরকারকে সময় দেওয়ার ব্যাপারে কোনো সমস্যা ছিল না রাজনীতিবিদদের, কিন্তু যখন দেখা যাচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে, কার্যকর উদ্যোগ নিতে পারছে না, তাই দ্রুত নির্বাচন দিতে হবে। এখনও ১১ মাস সময় আছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব বলে মনে করেন তিনি।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আন্দোলনের ইঙ্গিত দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে।

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি দাবি করে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে। সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি।

এ ছাড়া ৫ আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কেন বিলম্বিত হবে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না, জনগণই নির্ধারণ করবে।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222