বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

by Kausar Labib

টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল দশটা পঞ্চাশ মিনিটে ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন
banner

তিনি খুলনা জেলার ডুমুরিয়া বাজারের বাসিন্দা লোকমান হোসেন গাজীর ছেলে।

এবারের ৫৮তম ইজতেমায় এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন মুসুল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে তিনি জানান।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222