মির্জা ফখরুলের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের বৈঠক

by Kausar Labib

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বহু বছর আমরা (বিএনপি ও জমিয়ত) একসঙ্গে কাজ করেছি। স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা (জমিয়ত) যুক্ত ছিলেন। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বিদ্যমান রাজনৈতিক অনেক বিষয়ে আমরা একমত হয়েছি।

জমিয়তের মহাসচিব মাওলানা আফেন্দী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে আমাদের আজকের এই বৈঠক। বৈঠকে পতিত স্বৈরাচার রুখতে যে কোনো পদক্ষেপ নিতে উভয় দল একমত হয়েছেন বলে জানান তিনি।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা নাজমুল হাসান কাসেমী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222