যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, তীব্র নিন্দা যুব মজলিসের

by Kausar Labib

কুমিল্লায় যৌথবাহিনী তুলে নেওয়ার পরদিন যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন
banner

নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট এর পূর্বে খুন গুমসহ সর্বপ্রকারের অপরাধে মেতে উঠেছিল ফ্যাসিবাদী সরকার। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করেছিল। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। ৫ আগস্টে ফ্যাসিবাদিরা পালিয়ে গেছে ঠিকই কিন্তু রন্ধ্রে রন্ধ্রে তাদের চ্যালা-চামুণ্ডা রেখে গেছে। যৌথ বাহিনীর মতো গুরুত্বপূর্ণ স্থানসহ প্রশাসনের সর্বক্ষেত্রে ফ্যাসিবাদের দোসররা এখনো বুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। বর্তমান সরকার তাদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নিতে পারেনি।

নেতৃবৃন্দ বিচারবহির্ভূত তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে যেন আর কেউ নির্মমভাবে জুলুমের শিকার না হয়, তা নিশ্চিত করতে সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক দ্বারা কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222