রাজশাহীতে সড়কে আলু ফেলে চাষিদের বিক্ষোভ

by Kausar Labib

রাজশাহীতে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তার আলু ফেলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন চাষিরা।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা।

বিজ্ঞাপন
banner

চাষিরা জানায়, প্রতি কেজি আলু সংক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো। সম্প্রতি তা বৃদ্ধি করে ৮টা করে কোল্ড স্টোরেজের মালিকেরা। আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন।

পরে মহাসড়ক অবরোধ করে সড়কে আলু ফেলে বিক্ষোভ করেন চাষিরা।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222