সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমইল্লা গ্রামের প্রাইভেটকারচালক ৪০ বছর বয়সী সুহেল, যাত্রী ৪০ বছরের শামীমা, ৩৫ বছরের ইতি বেগম ও সাত বছরের আয়ান।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, হজরত শাহজালালের (রাহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রূপগঞ্জ থেকে প্রাইভেটকারে সিলেটে আসছিলেন একই পরিবারের চার সদস্য। সকাল সাড়ে ৭টার দিকে উনিশ মাইল এলাকায় পৌঁছালে প্রাইভেটকারে ধাক্কা দেয় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।
আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।
এএ/