বইমেলায় নজর কাড়ছে ‘শেখ হাসিনা ডাস্টবিন’

by Kausar Labib

শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’। প্রতিবারের মতো এবার পাঠক-লেখক সমাবেশে মুখর হয়ে উঠতে শুরু করেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গন। এবারের মেলায় বিশেষভাবে নজর কেড়েছে ডাস্টবিন। কারণে বইমেলার গেটে রাখা ডাস্টবিনে আঁকা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার গ্রাফিতি।

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সেই ডাস্টবিনের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে ময়লা ফেলার সময়।’

বিজ্ঞাপন
banner

মুহূর্তেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। সবাই কমেন্ট করতে থাকেন শেখ হাসিনাকে নিয়ে। শনিবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে মেলা প্রাঙ্গনে এসেছিলেন প্রেস সচিব শফিকুল আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্টল পরিদর্শনের সময় তাকে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে টিস্যু পেপার ফেলতে দেখা যায়।

এদিকে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে এবার ময়লা ফেললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপদেষ্টার নিজের ফেসবুক পেজে ডাস্টবিনে ময়লা ফেলার একটি ছবি পোস্ট করেন।

ছবির ক্যাপশনে লেখেন, ‘নগরবাসী, যেখানে-সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন।’

এএ

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222