বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক

by Kausar Labib

চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই।

রোববার (২ ফেব্রুয়ারি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ‘নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা যাচাই-বাছাই করা হচ্ছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হয়েছে। শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও।

সাবেক মেয়র এম মনজুর আলম নাতনির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ঘটনার ফাঁকে তিনি কনভেনশন সেন্টার দ্রুত ত্যাগ করেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে, বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিও ছিলেন। খাদিজাতুল সনি সম্পর্কে ফখরুল আনোয়ারের ভাতিজি।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ‘সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি আছেন—এমনটা শোনা গিয়েছিল। কিন্তু তিনি সেখানে ছিলেন না।’

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222